Source: Doordarshan TV
Singer and Composer- Hementa Mukhopadhyay
শিল্পী ও সুরকারঃ হেমন্ত মুখোপাধ্যায়
কথাঃ গৌরিপ্রসন্ন মজুমদার
Lyric: Gouriprasanna Mazumdar
Film by Mrinal Sen Neel Akasher Nichey in 1959
Produced by Hemanta Bela Production
নীল আকাশের নীচে এই পৃথিবী,
আর পৃথিবীর পরে ওই নীলাকাশ
তুমি দেখেছো কি (২)
আকাশ আকাশ শুধু নীল
ঘননীল নীলাকাশ
সেই নীল মুছে দিয়ে আসে রাত
পৃথিবী ঘুমিয়ে পড়ে
তুমি দেখেছো কি?
তুমি রাতের সে নীরবতা
দেখেছো কি?
শুনেছো কি রাত্রির কান্না?
বাতাসে বাতাসে বাজে
তুমি শুনেছো কি?
নিবীর আঁধার নেমে আসে
ছায়াঘন কালো রাত
কলরব কোলাহল থেমে যায়
নিশীথ প্রহরী জাগে
তুমি দেখেছো কি?
এই বেদনার ইতিহাস শুনেছো কি?
দেখেছো কি মানুষের অশ্রু?
শিশিরে শিশিরে ঝরে
তুমি দেখেছো কি?
অসীম আকাশ তারই নীচে
চেয়ে দেখো ঘুমাই মানুষ,
জাগে শুধু কতো ব্যথা হাহাকার
ছোটো ছোটো মানুষের ছোটো ছোটো আশা,
কে রাখে খবর তার?
তুমি দেখেছো কি?
আর শুনেছো কি মানুষের কান্না
বাতাসে বাতাসে বাজে
তুমি শুনেছো কি?
নীল আকাশের নীচে এই পৃথিবী,
আর পৃথিবীর পরে ওই নীলাকাশ
তুমি দেখেছো কি?"
コメント